চিলমারী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, চাঁদাবাজিতে সম্পাদক বহিষ্কার

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০ । ২০:১২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০ । ২০:৪৯

কুড়িগ্রাম প্রতিনিধি

শামীম মিয়া।

চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া কুড়িগ্রামের চিলমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির জরুরি সিদ্ধান্তে সংগঠনের নীতি-আদর্শের পরিপন্থী নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিস্কারাদেশের কথা জানানো হয়।

চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শওকত আলী সরকার বীর বিক্রম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাময়িক বহিস্কৃত সাধারণ সম্পাদক শামীম চাঁজাবাজির মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে আছেন। গত ১৯ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশ।

শামীম মিয়া চিলমারী ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং উপজেলা সদরের ডেমনারপাড় এলাকার মহসীন আলীর ছেলে।

উল্লেখ্য, চিলমারীতে অবস্থিত ভাসমান তেল ডিপোর যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ডিপোর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাফাজ্জল হককে গত ১ ফেব্রুয়ারি দুপুরে থানাহাট বাজার এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে মৌজাথানা এলাকার ভাইবোন চাউল ও আটা কলের ভিতরে একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর নানা রকম ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে শামীম মিয়া ও তার সঙ্গীরা। সেখানে ১ লাখ টাকা নেওয়ার পর ওই ডিপো কর্মকর্তাকে ছেড়ে দেয় শামীম। তারপরও অবিশিষ্ট ২ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এই পরিস্থিতিতে ডিপোর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাফাজ্জল হক গত ১৬ ফেব্রুয়ারি বাদি হয়ে শামীম মিয়া ও মো. শাহিনের নাম উল্লেখপূর্বক আরও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামী করে থানায় এজহার দায়ের করেন। ওইদিন এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com