
তালায় গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল সাবেক স্বামী
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০ । ২২:৫১
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় ফারহানা আক্তার নামে এক গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্বামী মিজানুর রহমানের বিরুদ্ধে। ফারহানা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
শরীরের ৪৫ শতাংশ পুড়ে যাওয়ায় ২৬ বছর বয়সী ফারহানার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত ২০ ফেব্রুয়ারি রাতে তালা উপজেলার মোবারকপুর গ্রামে তার বর্তমান স্বামী হাসিবুর রহমানের বাসায় এ ঘটনা ঘটে। এ নিয়ে তালা থানায় মিজানুরসহ পাঁচজনের নামে মামলা করেছেন ফারহানার বাবা খুলনার পাইকগাছা উপজেলার মালতিয়া গ্রামের রকুনউদ্দিন সরদার।
রকুনউদ্দিন সরদার বলেন, নয় বছর আগে খুলনার ডুমুরিয়ার তারাবটতলা গ্রামের মিজানুর রহমানের সঙ্গে ফারহানার পারিবারিকভাবে বিয়ে হয়। ফারহানাকে তার শ্বশুর-শাশুড়ি পছন্দ করতেন না। এ নিয়ে বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়াঝাটি হতো। এরই মধ্যে সংসারে একটি ছেলে থাকা সত্ত্বেও বছরতিনেক আগে ফারহানাকে তালাক দেয় মিজানুর। এ নিয়ে ফারহানার দায়ের করা মামলায় মিজানুর কারাগারে ছিল। পরে ফারহানার কাছে ক্ষমা চেয়ে জেল থেকে ছাড়া পায় মিজানুর। ছাড়া পেয়ে ফারহানাকে ফের বিয়ে করে সে। ফারহানাকে দ্বিতীয়বার বিয়ের পর ঘরে তুলেই তার ওপর শুরু হয় মিজানুর ও তার মা-বাবার নির্যাতন। এ পরিস্থিতিতে সাত মাস আগে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসেন ফারহানা। বাবার বাড়ি আসার দু'দিন পর বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়ে আরেকটি বিয়ে করে মিজানুর।
এদিকে, তিন মাস আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসিবুর রহমানের সঙ্গে ফারহানার বিয়ে হয়। তারা সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুর গ্রামের ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ফারহানার মামা আবুল বাশার জানান, তালার বাসার খোঁজ পেয়ে মিজানুর ফের হুমকিধমকি দিতে থাকলে তার বিরুদ্ধে আবারও মামলা করেন ফারহানা। গত ৯ ফেব্রুয়ারি আদালতে শুনানির দিন ফারহানার সঙ্গে মিজানুরের বাগ্বিতণ্ডা হয়। ২০ ফেব্রুয়ারি রাতে ফারহানার বাসায় আসে সাবেক স্বামী মিজানুর। দরজা খোলার সঙ্গে সঙ্গে ফারহানার শরীরে পেট্রোল জাতীয় পদার্থ ছুড়ে দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় মিজানুর। বাসায় ফেরার সময় তার স্বামী হাসিবুর মিজানুরসহ দুই ব্যক্তিকে দৌড়ে যেতে দেখেন। বাসার কাছে যেতেই তিনি স্ত্রীর চিৎকার শুনতে পান। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় ফারহানাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ফারহানার শরীরের ৪৫ শতাংশ এবং শ্বাসনালির অর্ধেকের বেশি অংশ পুড়ে গেছে।
ফারহানার স্বামী হাসিবুর রহমান বলেন, ফারহানার শরীরে মিজানুর পেট্রোল ঢেলে দিয়েছে। এ কথা ফারহানাই চিকিৎসকদের জানিয়েছেন। এটি ভিডিও করা আছে।
এ ব্যাপারে তালা থানার ওসি মেহেদি হাসান বলেন, ফারহানার পরিবার সোমবার মিজানুরকে আসামি করে মামলা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ফারহানার জবানবন্দি নিতে এক পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com