
শনিবার সিলেটে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০ । ১৭:৫৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০ । ১৮:১০
সিলেট ব্যুরো

সিলেট নগরী এবং এর আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বোরহান উদ্দিন, উপশহর ফিডার ও শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকা হচ্ছে-কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরাণ থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কা নয়াবস্তি ও আশপাশ এলাকা, উপশহরে বল্ক-এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়াসহ আশপাশ এলাকা এবং ঘাসিটুলা, মজুমদারপাড়া, শামিমাবাদ আবাসিক এলাকা, কানিশাইল ১নং ও ২নং গলি, বেতের বাজার ও কলাপাড়া।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com