ফেসবুক ব্যবহারকারী ২৫০ কোটি ছাড়িয়েছে

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়েছে। গত বছরের শেষ প্রান্তিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪৫ কোটি থেকে বেড়ে ২৫ েেকাটিতে পৌঁছায়। তবে এর মধ্যে প্রতিদিন ফেসবুকে ঢোকে এমন ব্যবহারকারীর সংখ্যা ১৬৬ কোটি। সম্প্রতি এক ব্লগপোস্টে ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি এ তথ্য জানিয়েছে। জানা গেছে,গত বছরের ১ ডিসেম্বর পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা এবং আয় বাড়লে ছয় শতাংশ শেয়ার মূল্য হারিয়েছে প্রতিষ্ঠানটি। তবে শেয়ারমূল্য হারালেও রাজস্ব আগের চেয়ে ২৫ শতাংশ বেড়ে বর্তমানে দুই হাজার ১০৮ কোটি ডলারে পৌঁছেছে। এর মধ্যে নিট আয় ৭ শতাংশ বেড়ে ৭৩০ কোটি ডলার হয়েছে। যেখানে আগের বছর নিট আয় বেড়েছিল ৬১ শতাংশ। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, অসাধারণ একটি বছর পার করেছি আমরা। আগামীতে ভালো করতে চাই।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com