
নেত্রকোনায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৫ শিক্ষার্থীর
প্রকাশ: ০১ মার্চ ২০ । ০০:১৫ | আপডেট: ০১ মার্চ ২০ । ০৩:৪৫
নেত্রকোনা প্রতিনিধি

আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়- ফাইল ছবি
নেত্রকোনার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের শান্তিপুরে পিকনিক বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা সবাই গৌরীপুরের হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের সবার বাড়ি গৌরীপুর উপজেলার শালীহর গ্রামে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, গৌরীপুর থেকে হাজি আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থী বাসে করে নেত্রকোনার দুর্গাপুরে পিকনিক করতে যায়। সন্ধ্যার পর পিকনিক বাসটি গৌরীপুরে ফেরার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুরে শ্যামসগঞ্জগামী বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এতে আহত হয় কমপক্ষে ২৩ জন। আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও তিনজন মারা যায়।
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com