
রৌমারীতে আওয়ামীলীগ নেতার ছেলে ইয়াবাসহ আটক
প্রকাশ: ০১ মার্চ ২০ । ১৪:৩৫
অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের রৌমারীতে এক আওয়ামীলীগ নেতার কলেজ পড়ুয়া ছেলেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সায়দাবাদ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি এক বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওই শিক্ষার্থীর নাম নাছির উদ্দিন (২২)। তিনি উপজেলার যাদুরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল হকের ছেলে ।নাছির উদ্দিন যাদুরচর মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com