ছোটবেলায় খেলনা অস্ত্র বেচতেন ডাঃ এনাম

প্রকাশ: ০১ মার্চ ২০ । ১৫:২৬ | আপডেট: ০১ মার্চ ২০ । ১৫:২৭

বিনোদন প্রতিবেদক

 ডাঃ এনাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু তার শৈশব ছিল রঙিন, কৈশোরে ছিল দস্যিপনা, তারুণ্যে ছিল প্রেম রোমান্টিকতা, যৌবনে ছিল অ্যাডভেঞ্চার! 

‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’ নামক অনুষ্ঠানে ডাঃ এনামের কাছ থেকে গল্পের মাধ্যমে এসব বিষয় জানার চেষ্টা করেছেন শহিদুল আলম সাচ্চু। যে অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায় আজ সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে। এ অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, শৈশবে অস্ত্রের ব্যবসা করতেন! যেটি ছিল খেলনা অস্ত্র! এছাড়া নিজের অনেক অজানা কথা ব্যক্ত করেছেন। 

শহিদুল আলম সাচ্চু বলেন, সবার মতো রাজনীতিবিদদের একটা অন্য রকম অতীত রয়েছে। আর তাদের এসব বিষয়গুলোকে ফোকাস করেই আমরা নতুন এই অনুষ্ঠানটি শুরু করেছি। পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশের প্রবাভশালী মন্ত্রী, রাজনীতিরা অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছে। আলাপ করেছেন রাজনীতির বাইরে ব্যক্তিজীবনের নানাদিক।  

এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার কোনো ধারাবাহিক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে নাম লেখাতে চলেছেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু। বিনোদন সম্পর্কিত বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করার টুকটাক অভিজ্ঞতা থাকলেও রাজনীতিবিদদের নিয়ে এমন ধারাবাহিক অনুষ্ঠান উপস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এই অভিনেতা।

তিনি বলেন, যতটুকু সময় অনুষ্ঠানটি চলবে সেখানে কোনো রাজনীতি নিয়ে আলাপ হবে না। এটাই রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠানটির বিশেষত্ব। টিভিতে প্রচারের পরেই অনুষ্ঠানটি পাওয়া যাবে চ্যানেল আইয়ের ইউটিউবে। 

‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’ অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রধান নির্বাহী প্রযোজক হিসেবে আছেন আমীরুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইফতেখার মুনীম, সেহাঙ্গল বিপ্লব।




© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com