
ইরান চাইলে করোনা মোকাবিলায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
প্রকাশ: ০১ মার্চ ২০ । ১৫:৪০
অনলাইন ডেস্ক

ওয়াশিংটনের বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চাইলে করোনাভাইরাস মোকাবিলায় তাদের সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। ওয়াশিংটনের বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) তিনি একথা বলেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বের ৬১টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত ২৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে।
করোনাভাইরাসে চীনের পর সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরানে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।
সিপিএসিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানিদের এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র স্বতঃস্ফূর্ত সহযোগিতায় রাজি। তারা চাইলে যুক্তরাষ্ট্রের দক্ষ পেশাজীবীরা তাদের সহযোগিতায় সেখানে যাবে।
এদিকে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ শনিবার পশ্চিম উপকূলীয় রাজ্য ওয়াশিংটনে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম কারো মৃত্যু।
ট্রাম্প গত দুই সপ্তাহ ধরে ইরান ভ্রমণকারীদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছেন এবং মারাত্মকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ইতালি ও দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com