সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায়িত্ব মুসলমানদেরই বেশি: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ: ০১ মার্চ ২০ । ১৭:১১ | আপডেট: ০১ মার্চ ২০ । ১৭:৩৬

সুনামগঞ্জ প্রতিনিধি

নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী- সমকাল

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে যারা বড় সম্প্রদায়, সংখ্যায় যারা বেশি, তাদেরই সম্প্রীতি রক্ষার দায়িত্ব বেশি। দেশে ৮০-৯০ ভাগ মানুষ মুসলমান। অন্য ধর্মের যারা রয়েছেন, খ্রিস্টান, বৌদ্ধ, পাহাড়ী কিংবা হিন্দুদের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায়িত্ব মুসলমানদেরই বেশি। এজন্য জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদেরও ভূমিকা রাখতে হবে।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মন্ত্রী। শনিবার সকালে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষ সম্মান ও সমান মর্যাদা নিয়ে বসবাস করছেন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি সকলে মিলে রক্ষা করতে হবে। এজন্য বড় সম্প্রদায় হিসাবে মুসলমানদেরই বেশি আন্তরিক থাকতে হবে।

তিনি বলেন, মনে রাখবেন- গণ্ডগোল লাগলে কোন ধর্মের লোকই রক্ষা পাবেন না। অতীতে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে, দেশ ছেড়ে পালিয়েছেন। আর কখনই যেন এমন দুর্দশা না হয়। তাই সবাইকে মিলেমিশে থাকতে হবে।

আওয়ামী লীগ সরকারের ১২ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে ওলট-পালট করে ওপরে তুলে এনেছেন। তিনি চান- গ্রামের গরিব, কৃষক, শ্রমজীবি মানুষের জীবনের পরিবর্তন। আমরা তার নির্দেশনায় কাজ করিছ।

সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক রনজিত তালুকদারের সভাপতিত্বে ও সদস্যসচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও সিলেট জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com