শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী

প্রকাশ: ০১ মার্চ ২০ । ১৭:১৩

অনলাইন ডেস্ক

মুহিউদ্দিন ইয়াসির

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসির। রোববার সকালে দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন। 

প্রাসাদ থেকে শনিবার প্রধানমন্ত্রী হিসেবে ৭২ বছরের মুহিউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছিল। সেই সঙ্গে রোববার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সে কথাও জানানো হয়েছিল।

এদিকে মুহিউদ্দিনের শপথ গ্রহণের আধ ঘণ্টা আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দাবি করেন, সরকার গঠনে তার পক্ষে যথেষ্ট সমর্থন আছে। সংসদে ভোট দিয়ে তিনি সেটা প্রমাণ করবেন।

৯৪ বছর বয়সী প্রবীণ নেতা মাহাথির সংবাদ সম্মেলনে বলেছেন, তার কাছে সংবিধিবদ্ধ ঘোষণা এবং চিঠি আকারে সমর্থন পাওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে । খুব শিগগিরই এ ব্যাপারে তিনি সংসদে জরুরি অধিবেশন ডাকার আহ্ব্ন জানান।

সংবাদ সম্মেলনে তিনি মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতারও অভিযোগ আনেন। তিনি বলেন, ‘আমরা এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যাচ্ছি যার পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থনও নেই।’

সিঙ্গাপুরের একজন রাজনৈতিক বিশ্লেষক হাসান জাফরি বলেছেন, পরিস্থিতি এখনও অনিশ্চিত। 

হাসান বলেন, ‘যতক্ষণ পর্যন্ত  সংসদ না বসছে এবং আত্মবিশ্বাসের ভোট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকার গঠন কতটা শক্তিশালী তা বলা যাচ্ছে না।’

সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সময়ে উপপ্রধানমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে নাজিবের আর্থিক কেলেঙ্কারি নিয়ে কথা বলায় ২০১৫ সালে তাকে বরখাস্ত করা হয়।

এরপর তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়ে মাহাথিরের সঙ্গে যোগ দেন। 

এর আগে ২৪ ফেব্রুয়ারি (সোমবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে পদত্যাগ করেন। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছিলেন রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com