
মঞ্চে গান ধরতেই অসুস্থ হয়ে হাসপাতালে গায়ক
প্রকাশ: ০১ মার্চ ২০ । ১৮:৪৭ | আপডেট: ০১ মার্চ ২০ । ১৯:০১
বিনোদন প্রতিবেদক

‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গানের গায়ক জুবিন গর্গ মঞ্চে গান গাইতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি তাকে নিকটবর্তী নেমকেয়ার হাসপাতালে নিয়ে যান অনুষ্ঠানের উদ্যোক্তারা। তবে এখন তিনি আসঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটির টাউনক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সংগীতকার অনুরাগ শাইকিয়ার ‘প্রজেক্ট বরগীতে’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবিন।
ভর্তির নেমকেয়ার হাসপাতালে জুবিনের চিকিৎসার জন্য ১২ জন সদস্যের এক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। প্রথমে আইসিইউতে রাখা হলেও শনিবার সকালে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় জেনারেল বেডে দেওয়া হয়।
এদিকে শুক্রবার জুবিনের অসুস্থ হয়ে পড়ার খবর ছড়িয়ে পড়তেই নেমকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন অসংখ্য ভক্তরা। এমনকী, সারারাত ভক্তদের একাংশের হাসপাতাল চত্বরে কাটানোর খবরও পাওয়া যায়। তবে এখন বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন জুবিন গর্গ।
চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কিছুদিন নির্দিষ্ট ডায়েটে থাকতে হবে তাকে। নিতে হবে যথাযথ বিশ্রামও।
স্ত্রী গরিমা গর্গ বলেন, ‘আশা করি জুবিন খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আর সুস্থ হলেই ভক্তদের সামনে হাজির হবেন।’
‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গানটি ছাড়াও বেশ কয়েকটা সুপারহিট গানও উপহার দিলেও বলিউডে খুব একটা কাজ করতে দেখা যায় না তাকে। তিনি আসামের আঞ্চলিক সঙ্গীত নিয়েই কাজ করেন বেশি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com