
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে স্ত্রীর পলায়ন
প্রকাশ: ০১ মার্চ ২০ । ২২:৪৭
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে পালিয়ে গেছেন তার স্ত্রী। রোববার বিকেলে জেলার পৌর এলাকার কল্যাণপুরে ঐ পুলিশ কর্মকর্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) কামরুল হাসান। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কামরুলের স্ত্রীর নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কল্যাণপুরের ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন কামরুল হাসান। তার সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে রোববার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তার স্ত্রী কামরুলকে ধরালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় কামরুল হাসানকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, পলাতক স্ত্রীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আহত কামরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com