
ভিপি নুরকে প্রাণনাশের হুমকি ছাত্রলীগ কর্মীর
প্রকাশ: ০২ মার্চ ২০ । ০১:০৬
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে প্রকাশ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়াসহ তার এক অনুসারীকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নুর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত ওই ছাত্রলীগ কর্মীর নাম আদনান আহমেদ নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র।
প্রক্টর বরাবর দেওয়া অভিযোগপত্রে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে নুরুল হক নুর লেখেন, 'দুপুর আড়াইটার দিকে ডাকসু ক্যাফেটেরিয়া ও কলাভবনের সামনে দিয়ে আসার সময় এসএম হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদনান আহমেদ নাবিল আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং ১১ মার্চের পর (ডাকসু নির্বাচনের বর্ষপূর্তি) ক্যাম্পাসে থাকলে মেরে ফেলার হুমকি দেয়। গালাগালের একপর্যায়ে আমাকে ধাক্কা দেয় ও আমার সঙ্গে থাকা সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়াকে মারধর করে।'
মারধরের শিকার শাকিল মিয়া বলেন, ডাকসু ভবনের সামনে নূরের সঙ্গে প্রথমবর্ষের শিক্ষার্থীরা কুশল বিনিময় করছিল। এ সময় আদনান আহমেদ নাবিল নামের তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী নুরকে হুমকি দিলে আমি তার পরিচয় জানতে চাই। এর পরই সে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পাশে থাকা কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাকে ধরে পরিচয় জানতে চান। পরে নুর প্রক্টরের আসার কথা বলতেই সে বাইক নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। অবশ্য নাবিল প্রক্টর অফিসে গিয়ে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সীমা ইসলাম বলেন, ভিপি নুরকে হুমকি দেওয়ার বিষয়ে একটা অভিযোগপত্র তারা পেয়েছেন। দু'পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে। প্রক্টর অফিসে এসে নুরের উপস্থিতিতে ওই ছাত্রও পাল্টা অভিযোগ করেছে। আমরা মিউচুয়াল করে দিয়েছি। ওরা কোলাকুলিও করেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com