আত্মবিশ্বাস 'কম' তাই ভালো খেলছেন লিটন!

প্রকাশ: ০২ মার্চ ২০ । ০১:১২ | আপডেট: ০২ মার্চ ২০ । ০১:২০

ক্রীড়া প্রতিবেদক

ছবি: ক্রিকইনফো

লিটন দাসের ক্যারিয়ারের শুরুটা ছিল পাহাড়ী নদীর মতো। উদ্দাম, উচ্ছ্বল। কিন্তু অগভীর। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেই জাতীয় দলে আসেন তিনি। আত্মবিশ্বাস এবং ভয়ডরহীন ক্রিকেটের পণ নিয়ে ক্যারিয়ার শুরু করেন। কিন্তু অতি সাহসী শট খেলতে গিয়ে ইনিংসগুলো অগভীর থাকতেই ফিরছিলেন লিটন।

এখন তাই ‘অতি আত্মবিশ্বাসী’ মনোভাব বিসর্জন দিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির পর লিটন দাস জানান, এটাই তার সাফল্যের কারণ। এখন তিনি কম শট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে এটাই তাকে সফল করেছে। এমনকি বিপিএলেও। যদিও লিটন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ১০৫ বলে ১৩ চার ও দুই ছক্কায় খেলেছেন ১২৬ রানের ইনিংস। ওয়ানডে বিবেচনায় যাকে ধীর ইনিংস বলার সুযোগই নেই।

লিটন দাস বলেন, ‘আপনি যখন অতি আত্মবিশ্বাসী থাকবেন তখন বেশি শট খেলার সিদ্ধান্ত নিয়েই মাঠে নামবেন। এটা একটা বড় সমস্যা। যখন আপনি ঠিক করে নামবেন যে, আমি কম শট খেলবে। যে শটগুলোয় আমি ভালো শুধু সেগুলোই খেলবো। বাকিগুলো সিঙ্গেল নেব। তখন আপনার ব্যাটিংয়ের ঝুঁকি কমে যাবে। কিন্তু যখন ফিল্ডারদের মাথার ওপর দিয়ে উড়িয়ে মারার মতো বাড়তি আত্মবিশ্বাস যোগ হবে, আউট হওয়ার সুযোগও বেড়ে যাবে।’

লিটন দাস তার ইনিংসে ৫১ রানই নিয়েছেন দৌঁড়ে। ঝুঁকি না নিয়ে প্রথম তিনটি চার মেরেছেন অফ সাইডে। এরপর পুল শট খেলেছেন সেট হয়ে। ফিফটি করার পরে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মেরেছেন। আবার নব্বইয়ের ঘরে খেলেছেন খুবই সাবধানী। যদিও সেঞ্চুরি করেছেন বাউন্ডারি মেরে। লিটন জানান, তার পরিকল্পনা ছিল ৩০ ওভার খেলা।

লিটন বলেন, ‘আমি জানি, যেকোন দলের বিপক্ষে সেঞ্চুরি করতে হলে আমাকে অন্তত ৩০ ওভার ব্যাট করতে হবে। আমি তাই এই সময় পর্যন্ত স্বাভাবিক ব্যাট করতে চেয়েছি। বাজে বলের অপেক্ষা করেছি। ম্যাকেঞ্জি (ব্যাটিং কোচ) আমাদের বলেছেন, বেশি ডট বল খেলা যাবে না। নেটের অনুশীলন মাঠে কাজে লাগাতে বলেছেন তিনি।’ এছাড়া লিটন জানান, আগে তিনি তার ব্যাটিংয়ের ফুটেজ দেখতেন না। তবে এক বছর দেখা শুরু করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com