
টোকিও অলিম্পিকে করোনাভাইরাসের কালো ছায়া
প্রকাশ: ০২ মার্চ ২০ । ০৯:৫৮ | আপডেট: ০২ মার্চ ২০ । ১০:০৩ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস ডেস্ক

প্রাচীন অলিম্পিকের কেন্দ্রস্থল অলিম্পিয়ায় টোকিও অলিম্পিকের মশাল প্রজ্বালন করা হবে ১২ মার্চ। গ্রিসের বিভিন্ন স্থানে ঘোরার পর মশালটির জাপান-যাত্রা শুরু হবে ২৬ মার্চ। ২৪ জুলাই টোকিও অলিম্পিক শুরুর আগে ১২১ দিন জাপানের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় জায়গায় যাওয়ার কথা মশালটির। কিন্তু কোন কোন জায়গায় এটি পাঠানো হবে, কোন অনুষ্ঠানে কতজন অংশগ্রহণকারী থাকবে- এসবই এখনও ঠিকঠাক করে উঠতে পারেনি আয়োজক কমিটি। ফেব্রুয়ারির মধ্যে কর্মপরিধির বিস্তারিত চূড়ান্ত করে ফেলার কথা থাকলেও আগামী সপ্তাহ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।
প্রজ্জ্বলিত মশালকে বলা হয় অলিম্পিকের প্রতীক। মশালের মতো প্রতীকীভাবে থমকে আছে এখন গোটা টোকিও অলিম্পিকই। করোনাভাইরাসের প্রভাবে জাপানের জীবনযাত্রা এতটাই ব্যাহত হয়ে চলছে যে, ২০২০ অলিম্পিক হবেই- এমন আশ্বাস দিতে পারছে না কেউই। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ 'যথাসময়ে আয়োজনে বদ্ধপরিকর' মন্তব্য করার একদিন পরই 'টোকিওতে না হলে কী হবে তার পরিকল্পনা নেই' বলে জানিয়েছেন আয়োজক কমিটির ডেপুটি ডিরেক্টর কাতসুরা এনোয়ো। সব মিলিয়ে অনিশ্চয়তার ঘেরাটোপে 'গ্রেটেস্ট শো অন্য দ্য আর্থ' হিসেবে বিবেচিত অলিম্পিক ২০২০।টোকিও অলিম্পিক এমন অনিশ্চয়তায় পড়েছে মূলত দেশটিতে জমায়েতধর্মী বিভিন্ন অনুষ্ঠান (খেলা, কনসার্ট) স্থগিত হয়ে যাওয়ার পর। প্রায় সব ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থামিয়ে দিয়েছে জাপান সরকার। এমনকি বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে অনুরোধ করেছেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান যেন মার্চ মাসে বন্ধ রাখা হয়।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইতোমধ্যে ৭০০ জন জাপানি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, মারা গেছেন চারজন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে অলিম্পিক আয়োজনের বিষয়ে নেতিবাচক এক মন্তব্য করেন আইওসির জ্যেষ্ঠ সদস্য ডিক পাউন্ড। জানান, আগামী আড়াই মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না ঘটলে টোকিও অলিম্পিক বাতিল হয়ে যেতে পারে।
তবে আইওসির প্রধান থমাস বাখ বৃহস্পতিবার জাপানের গণমাধ্যমের সঙ্গে আলাপে বাতিল বিষয়ে সরাসরি মন্তব্য করেননি। তবে শুনিয়েছেন আশার বাণী, '২৪ জুলাই টোকিওতে একটি সফল অলিম্পিক আয়োজনের বিষয়ে আমরা বদ্ধপরিকর।' তবে চলমান পরিস্থিতির দিকে তাদের নজর আছে বলে তিনি জানান, 'আমরা জাপানের কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চীন ও অন্যান্য দেশের অলিম্পিক কমিটির সঙ্গে যোগাযোগ রাখছি।'
১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক শুরুর পর মাত্র একবারই নির্ধারিত সময়ে অলিম্পিক আয়োজন করা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও চীন-জাপান যুদ্ধের কারণে না হওয়া ১৯৪০ অলিম্পিকও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টোকিওতে। অবশ্য চার বছর আগে ব্রাজিলের রিও অলিম্পিকও শুরুর আগে জিকা ভাইরাসের কারণে শঙ্কার মধ্যে ছিল; তবে নির্দিষ্ট সময়ের আগে সেটি উবে যায়।
জাপান কর্তৃপক্ষ আশা করছে, মহামারি রূপ ধারণ করা করোনাভাইরাসও এপ্রিলের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসতে পারে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কোনো 'প্ল্যান বি'ও রাখা হচ্ছে না বলে জানিয়েছেন টোকিও অলিম্পিক কমিটির ডেপুটি ডিরেক্টর জেনারেল কাতসুরো এনোয়ো, 'টোকিও অলিম্পিক হবে না, এমনটা আমরা মাথায়ই আনছি না। না হলে কী করা যাবে সেই পরিকল্পনাও তাই নেই।'
দুই সপ্তাহ আগে লন্ডনের মেয়রপ্রার্থী শন বেইলি বলেছিলেন, টোকিওতে অলিম্পিক সম্ভব না হলে লন্ডন আয়োজন করতে প্রস্তুত। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আইওসির সদস্য ডিক পাউন্ড, 'একটা অলিম্পিকের সঙ্গে অনেক কিছু জড়িত। নিরাপত্তা, খাবার, অলিম্পিক ভিলেজ, হোটেল, মিডিয়া ...। চাইলেও কয়েক মাস আগে অন্য কোথাও সরানো যায় না। আবার পিছিয়ে দিলে সম্প্রচারকেন্দ্রিক সমস্যা আছে। যে কারণে নির্ধারিত সময়ে টোকিওতে না হলে আমাদের বাতিলের পথেই এগোতে হবে।' এবারের অলিম্পিক ২শ'র বেশি দেশের ১১ হাজার অ্যাথলেট অংশ নেওয়ার কথা আছে। ৯ আগস্ট অলিম্পিক শেষ হওয়ার পর ২৫ আগস্ট শুরু প্যারা অলিম্পিকে খেলার কথা আরও চার হাজার ৪০০ অ্যাথলেটের।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com