
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পপি চাষে জড়িত তিন ইউপি সদস্য
মুন্সীগঞ্জে বিস্তীর্ণ জমিতে পপি চাষ
প্রকাশ: ০৯ মার্চ ২০ । ০৮:৫৫ | আপডেট: ০৯ মার্চ ২০ । ০৯:০৮ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বানিয়াল গ্রামে বিস্তীর্ণ জমিতে চাষ করা পপি গাছ -সমকাল
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বানিয়াল গ্রামে প্রায় তিন একর জমিতে পপি চাষ করা হয়েছে। এর সঙ্গে জড়িত তিন ইউপি সদস্য। তারা হলেন- বাংলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য খোরশেদ মাঝি, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান এবং মোল্লাকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন দেওয়ান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের দল অভিযান চালিয়ে পপি চাষের বিপুল পরিমাণ আলামত জব্দ করে। এ ঘটনায় ওই তিন ইউপি সদস্যের নাম প্রকাশ হয়ে যায়।
এদিকে, খবর পেয়ে অভিযানের আগেই রোপণ করা বেশির ভাগ পপি গাছ বিনষ্ট করে পালিয়েছে ইউপি সদস্য খোরশেদ মাঝি, মিজানুর রহমান ও স্বপন দেওয়ানসহ তাদের সহযোগীরা। তাদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিন জানিয়েছেন, পপি গাছ রোপণ করার সঙ্গে তিন ইউপি সদস্য সম্পৃক্ত। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগেই জড়িতরা পালিয়েছে। তাই তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করার জন্য সদর থানার ওসি আনিচুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে।
সদর থানার ওসি জানান, মামলা রুজু করার প্রক্রিয়া চলমান। এ ছাড়া জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, ইউপি সদস্য স্বপন দেওয়ান মাদকের পাইকারি বিক্রেতা সিন্ডিকেটের সদস্য। তার বিরুদ্ধে মাদক, বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com