ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে নেই নাঈম

প্রকাশ: ০৯ মার্চ ২০ । ১৭:৪৪ | আপডেট: ০৯ মার্চ ২০ । ১৮:০২

অনলাইন ডেস্ক

ছবি: বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন অধিনায়কের অধীনে তিন ফরম্যাটে খেলছে বাংলাদেশ। মুমিনুল হক টেস্টে দলকে বড় জয় এনে দিয়েছেন। মাশরাফি ওয়ানডে সিরিজে দলকে ৩-০ ব্যবধানে জিতিয়েছেন।  এবার টি-২০ তে মাহমুদুল্লাহর পালা। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে তার দল টস হেরে শুরুতে ব্যাটিং করবে।

তিন ফরম্যাটের মধ্যে টি-২০তেই জিম্বাবুয়ে দল জয়ের ব্যাপারে আশাবাদী। এর আগে বাংলাদেশের বিপক্ষে খেলা ১১ ম্যাচের চারটিতে জয় পেয়েছে জিম্বাবুয়ে। টেস্ট-ওয়ানডে হারের পর জিম্বাবুয়ে অধিনায়ক শেন উইলিয়ামস তাই এই সিরিজ নিয়ে আশাবাদী। 

ভারত এবং পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে ওপেন করা নাঈম শেখকে এ ম্যাচে রাখা হয়েছে একাদশের বাইরে। তামিম ইকবাল এবং লিটন দাস আবার ফিরেছেন ওপেনিংয়ে। এছাড়া দলে আছেন ডানহাতি অফ স্পিনার মাহেদি হাসান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মাহেদি হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসাইন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা, টিনাসি কামুনহুকামে, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েলসি মেধেভেরে, রিচমন্ড মুতুমবামি (উইকেটরক্ষক), ডোনাল্ড ট্রিপানো, টিটোন্ডা মুতুমবজি, চার্ল মুম্বা, ক্রিস এমপফু। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com