করোনা: তারিখ পরিবর্তন ও রি-ইস্যু ফি ছাড় দিচ্ছে এমিরেটস

প্রকাশ: ১০ মার্চ ২০ । ১৮:৪৬

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিস্তারের প্রেক্ষাপটে এমিরেটস এয়ারলাইন তাদের যাত্রীদের ভ্রমণ তারিখ পরিবর্তন ও টিকিট রি-ইস্যু ফি ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্রয় করা টিকিটের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। যাত্রীরা আগামী ১১ মাসের মধ্যে  যে কোনও দিনের জন্য একই বুকিং শ্রেণিতে ভ্রমণের জন্য কোন মাশুল ছাড়াই তারিখ পরিবর্তন করতে পারবেন।

এমিরেটস নেটওয়ার্কভুক্ত যে কোনও গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। নির্ধারিত তারিখে একই বুকিং শ্রেণিতে সিট না পাওয়া গেলে যাত্রীরা অন্য বুকিং শ্রেণিতে ভ্রমণ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে ভাড়ার তারতম্য হলে, অতিরিক্ত ভাড়া যাত্রীকে পরিশোধ করতে হবে।

করোনা মোকাবেলায় উচ্চমাত্রায় আক্রান্ত দেশ দুবাই থেকে আসা প্রতিটি উড়োজাহাজের জন্য অতিরিক্ত জীবাণুমুক্তকরণ ব্যবস্থা নিচ্ছে এমিরেটস। আক্রান্ত বা সন্দেহজনক কোনও ঘটনার সংকেত পাওয়া মাত্র এমিরেটসের বিশেষ টিম উড়োজাহাজের সকল কেবিনে অনুমোদিত ও অধিক শক্তিশালী জীবাণু নাশকারী ওষুধের সাহায্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।

এমিরেটস তাদের সকল উড়োজাহাজে  হেপা ফিলটার ব্যবহার করছে, যা উড়োজাহাজের কেবিন থেকে ৯৯ শতাংশের অধিক ভাইরাস মুক্তকরণে কার্যকর বলে প্রমাণিত।

করোনাভাইরাসজনিত পরিস্থিতিতেও এমিরেটস ঢাকা থেকে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে। এমিরেটস যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৫০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। সংবাদ বিজ্ঞপ্তি
 
 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com