
পরিকল্পিত নগরীর দেশ ২০৪১ সালের আগেই: পূর্ত প্রতিমন্ত্রী
প্রকাশ: ১০ মার্চ ২০ । ২২:২১
সমকাল প্রতিবেদক

শরিফ আহমেদ- ফাইল ছবি
২০৪১ সালের অনেক আগেই বাংলাদেশ পরিকল্পিত নগরীর দেশ হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও নগর উন্নয়ন অধিদপ্তর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে গত ১০ বছরে দেশের অন্যান্য সেক্টরের মতো আবাসন খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। পরিকল্পিত নগরায়ণ এ উন্নয়ন কর্মকাণ্ডে যোগ করেছে নতুন মাত্রা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই। আর এর জন্য প্রয়োজন সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সম্মিলিত প্রয়াস। সবাই মিলে একসঙ্গে কাজ করলে কাঙ্ক্ষিত সময়ের আগেই লক্ষ্য অর্জন সম্ভব হবে। লক্ষ্য অর্জনে সবাই ব্যক্তিস্বার্থ পরিহার করে জাতির বৃহত্তর স্বার্থে কাজ করবে, প্রতিষ্ঠান দুটির সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি এই আহ্বান জানান তিনি।
এ সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com