
সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শুক্রবারের সমাবেশ স্থগিত
প্রকাশ: ১০ মার্চ ২০ । ২৩:০৭
অনলাইন ডেস্ক

প্রজাতন্ত্রের ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের ছয় দফা দাবি বাস্তবায়নে
আগামী ১৩ মার্চ রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ
সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। তবে করোনাভাইরাস সংক্রান্ত সাম্প্রতিক
পরিস্থিতি বিবেচনা করে এ সমাবেশ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কেন্দ্রীয় শহীদ মিনার
প্রাঙ্গণে ওই সমাবেশ ঘিরে রাজধানীর সকল অধিদপ্তর, পরিদপ্তর, সরকারি
প্রতিষ্ঠানসহ দেশের প্রতিটি জেলা থেকে সকল স্তরের কর্মচারী প্রতিনিধিরা
এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নেন। তবে জনস্বাস্থ্যের কথা বিবেচনা এবং
করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের আলোকে
সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি কর্মচারীদের ছয় দফা দাবি বাস্তবায়নের অন্য সব প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com