
তোমার জন্য পঙ্ক্তিমালা
শতবর্ষে তোমার জন্মদিনে
প্রকাশ: ২০ মার্চ ২০ । ০৩:১১ | প্রিন্ট সংস্করণ
কামাল চৌধুরী
ধরণীতে তুমি, আছ আমাদের প্রাণে
বাঙালি হৃদয়ে শ্রদ্ধা ও সম্মানে
শতবর্ষের শুভদিনে শুভক্ষণে
গোলাপ ফুটেছে তোমার জন্মদিনে।
রোদবৃষ্টিতে শাশ্বত এক দেশ
স্মৃতিসত্তায় তুমি আছ অনিঃশেষ
এই ভালোবাসা কখনো হবে না শেষ
তুমি স্বাধীনতা, তুমিই বাংলাদেশ।
বাঙালি হৃদয়ে শ্রদ্ধা ও সম্মানে
শতবর্ষের শুভদিনে শুভক্ষণে
গোলাপ ফুটেছে তোমার জন্মদিনে।
রোদবৃষ্টিতে শাশ্বত এক দেশ
স্মৃতিসত্তায় তুমি আছ অনিঃশেষ
এই ভালোবাসা কখনো হবে না শেষ
তুমি স্বাধীনতা, তুমিই বাংলাদেশ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com