করোনা ঠেকাতে পরিবহন সেবা বন্ধ করল সৌদি

প্রকাশ: ২০ মার্চ ২০ । ১১:৪০ | আপডেট: ২০ মার্চ ২০ । ১১:৫০

অনলাইন ডেস্ক

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবে সব ধরনের পরিবহন সেবা বন্ধ ঘোষণা করা হয়েছ।

শনিবার সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরে কোনই ফ্লাইট, ট্রেন, বাস এবং ট্যাক্সি চলতে পারবে না। এই সিদ্ধান্ত পরবর্তী ১৪ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এতথ্য জানিয়েছে বলে শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৪ জন; মৃত্যু নেই।

দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন বন্ধ থাকলেও শুধুমাত্র মানবিক ও চিকিৎসাজনিত কারণে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ফ্লাইট পরিচালনা করা যাবে।

খাদ্য, স্বাস্থ্য সেবা, নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়ি ও কার্গোসহ অন্য পরিবহন চলাচল করবে; তবে করোনা রোধে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com