
মা তুমি ভাল থেকো, চিঠি লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রকাশ: ২০ মার্চ ২০ । ১৩:৩১
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘিতে শ্রাবনি (১৪) নামের এক স্কুলছাত্রী মায়ের সঙ্গে অভিমান করে চিঠি লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার সালগ্রামে তাদের বাড়ি থেকে ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
শ্রাবনি সালগ্রামের সৌদি প্রবাসী ফারুক হোসেনের মেয়ে ও আদমদীঘি গালর্স স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
নিহতের প্রতিবেশীদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে খাওয়ার জন্য শ্রবনিকে তার শয়ন ঘরে ডাকতে গিয়ে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ সময় তার পড়ার টেবিলে একটি চিরকুট পাওয়া যায়, তাতে লেখা ছিল- ‘মা তুমি ভাল থেকো, তুমি বলো আমার মুখ দেখলে ঘৃণা লাগে। তাই আমার মুখ আর কোনদিন তোমাকে দেখাব না’।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com