
নারীর মৃত্যু, নারায়ণগঞ্জের রসুলবাগ লকডাউন
প্রকাশ: ০৩ এপ্রিল ২০ । ০০:৪৫ | আপডেট: ০৩ এপ্রিল ২০ । ০১:৩৯
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা -সমকাল
নারায়ণগঞ্জের বন্দর থানায় এক নারীর মৃত্যুর ঘটনায় রসুলবাগ এলাকা লকডাউন করেছে প্রশাসন।
বৃহস্পতিবার রাতে ২৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকার জাপাল সোপ কারখানা থেকে রসুলবাগ মোড় পর্যন্ত সড়কটি লকডাউন করে দেওয়া হয়। ফলে এ সড়কের দুই পাশে সবকিছু বন্ধ থাকবে। লোকজন বাড়ি থেকে বের হতে পারবে না। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে গত ৩০ মার্চ ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই এলাকার ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু ঘটে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সম্প্রতি ওই নারী অসুস্থ হন। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেদিনই তাকে দাফন করা হয়। পরে নমুনা সংগ্রহ করা হয়। এ ঘটনায় জানার পর বৃহস্পতিবার রাতে প্রশাসন ও পুলিশ সেখানে উপস্থিত হয়। রাতেই বন্দরের রসুলবাগ এলাকার জাপাল সোপ কারখানা থেকে রসুলবাগ মোড় পর্যন্ত সড়কটি লকডাউন করে দেওয়া হয়েছে। ফলে এ সড়কের দুই পাশে সবকিছু বন্ধ থাকবে। কোন লোকজন বাড়ি থেকে বের হতে পারবে না। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
বন্দরের ইউএনও শুক্লা সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ জানান, শুক্রবার ওই নারীর পরিবার ও আশেপাশের লোকজনের নমুনা সংগ্রহ করা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com