হোমনায় করোনা সন্দেহে ২ জনের নমুনা সংগ্রহ, বাড়ি লকডাউন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০ । ১২:৩৯

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লার হোমনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বিকেলে আইইডিসিআরের নির্দেশনায় উপজেলা মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়।

ওই দুই সন্দেহভাজন করোনা রোগীর বাড়ি উপজেলার ঝগড়ারচর ও খোদেদাউদপুর গ্রামে। পরে উপজেলা প্রশাসন দুই গ্রামে রোগীর অবস্থন করা বাড়ি দুটি লকডাউন করার ঘোষণা দেয়। এছাড়া বাড়ির অন্যান্য বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুছ ছালাম সিকদার জানায়, করোনাআক্রান্ত সন্দেহ করা একজন চার দিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাকুরি করেন। আরেকজন পেশায় আইনজীবি। সোমবার রাত থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। সন্দেহ করা ব্যক্তিদের সর্দি, জ্বর ও গলা ব্যথার উপসর্গ রয়েছে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে পরিবারের অন্যান্য সদস্যদের ও নমুনা সংগ্রহ করা হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com