ঢাকায় অসুস্থ গার্মেন্টস কর্মীর মৃত্যু, সুনামগঞ্জে আত্মীয়-স্বজনের বাড়ি লকডাউন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০ । ১৬:৫৯ | আপডেট: ০৩ এপ্রিল ২০ । ২১:০৪

সুনামগঞ্জ ও তাহিরপুর প্রতিনিধি

ফাইল ছবি

ঢাকায় জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। এরপর ওই মৃত ব্যক্তির ১২ আত্মীয়-স্বজনের পরিবারের বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে লকডাইন করা হয়েছে।  

বৃহস্পতিবার মধ্য রাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা মৃত ব্যাক্তির আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে এই ব্যবস্থা গ্রহণ করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

পরিবারের সদস্যরা জানান, সপ্তাহখানেক ধরে ওই তরুণ জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। বুধবার সন্ধ্যা ৭ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। বৃহস্পতিবার সন্ধায় তার মরদেহ গাজীপুর থেকে গ্রামে এনে দাফন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, জ্বর, সর্দি ও কাশি নিয়ে ঢাকায় মারা যাওয়া ওই তরুণের মরদেহ কাউকে না জানিয়ে তাহিরপুরের গ্রামের বাড়ি এনে দাফন করা হয়েছে। এজন্য ওই তরুণের সকল আত্মীয় স্বজনের বাড়ি ১৪ দিন লকডাউনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com