হাসপাতালে চিত্রনায়ক জাভেদ

প্রকাশ: ০৩ এপ্রিল ২০ । ২২:৪৪ | আপডেট: ০৩ এপ্রিল ২০ । ২২:৫১

বিনোদন প্রতিবেদক

অভিনেতা ইলিয়াস জাভেদ

ঢাকাই ছবির এক সময়ের পর্দা কাপানো অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।  ৪ এপ্রিল তার  একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে বলে হাসপাতালে বলে জানান শিল্পী সমিমিতির সভাপতি মিশা সওদাগর। 

একজন অভিনেতা চাড়াও নৃত্য পরিচাকও তিনি। ১৯৬৬ সালে উর্দু সিনেমা ‘পায়েল’র মধ্য দিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন জাভেদ। এরপর ৮০ দশক পর্যন্ত তার তার দাপট দেখেছে ঢালিউড। নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসেবেও খ্যাতি পান তিনি। কিন্তু এখন আর তাকে অভিনয় করতে দেখা যায় না। তবে সিনেমা সংশ্লিষ্ট নানা অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্য করা যায়।

তার অসুস্থতার খবর নিশ্চিত করে মিশা সওদাগর সমকাল অনলাইনকে বলেন, জাবেদ ভাইয়ের জন্য শুরুতেই দোয়া চাই।দ্রুত যেনো সুস্থ হয়ে উঠে তিনি।  তার মূত্রনালিতে সংক্রমণ রয়েছে। শনিবার অস্ত্রোপচার করা হবে।'

জাবেদ প্রায় ২০০ সিনেমায় অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে- ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহাজাদা’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘সুলতানা ডাকু’, ‘আজো ভুলিনি’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’ ইত্যাদি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com