
চট্টগ্রামে সুপারশপ বন্ধ, ১৪ কর্মী হোম কোয়ারেন্টাইনে
প্রকাশ: ০৫ এপ্রিল ২০ । ০১:০৮
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ছেলে কর্মরত থাকা একটি সুপার শপ বন্ধ করে দিয়েছে পুলিশ। সুপারশপটিতে কর্মরত ১৪ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শনিবার রাতে নগরের খুলশী জাকির হোসেন রোডের ‘বাস্কেট’ নামের সুপারশপটি বন্ধ করা হয়।
প্রসঙ্গত গত শুক্রবার চট্টগ্রামে ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সংক্রমণের অস্তিত্ব পাওয়া গেছে।
নগর পুলিশের বিশেষ শাখার উপ কমিশনার আব্দুল ওয়ারীশ বলেন, করোনা আক্রান্ত রোগীর ছেলে বাস্কেট সুপারশপের কর্মী। সুপারশপের অন্য কর্মীরাও তার সংস্পর্শে এসেছে। তবে সুপারশপ কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে তাদের ওই কর্মী গত ২৪ মার্চ সর্বশেষ কর্মস্থলে এসেছিল।
নগর পুলিশের উত্তর জোনের উপ কমিশনার বিজয় বসাক বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপারশপটি বন্ধ রাখতে বলা হয়েছে। সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন বলবে তখন খুলে দেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com