রাজবাড়ীতে নিম্ন আয়ের পরিবারের মাঝে সাবেক ছাত্রলীগ নেতা টিপুর নিত্যপণ্য সহায়তা

প্রকাশ: ০৫ এপ্রিল ২০ । ১৭:০৪ | আপডেট: ০৫ এপ্রিল ২০ । ২২:৩৭

সমকাল প্রতিবেদক

করোনাভাইরাসের সংকট মোকাবিলায় রাজবাড়ীর কালুখালীতে নিম্ন আয়ের পরিবারের মাঝে নিত্যপণ্য সহায়তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

রোববার উপজেলার বিভিন্ন এলাকায় তার পক্ষ থেকে এসব পণ্য বিতরণ করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয় সাধারণ মানুষকে।

উদ্যোক্তারা জানিয়েছেন, সকাল থেকে প্রায় দিনব্যাপী বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি গিয়ে ২৫০ পরিবারকে নিত্যপণ্য (চাল, ডাল, তেল, লবণ, সাবানসহ নানা পণ্য) বিতরণ করা  হয়।

দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সমাজসেবাায় অংশ নেওয়া শেখ সোহেল রানা টিপু বলেন, সামাজিক দায়বদ্ধবতা ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে মোট এক হাজার পরিবারের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com