
করোনা পরিস্থিতি: ‘বিশেষ ছাড়ে’ ওষুধ বিক্রি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়
প্রকাশ: ০৭ এপ্রিল ২০ । ১৬:৪৩
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিশেষ ছাড়ে’ ওষুধ বিক্রি করা হচ্ছে।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউছার এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় আগে ওষুধের প্যাকেটের গায়ে লেখা (এম.আর.পি) দামের চেয়ে ১০ শতাংশ কমে ওষুধ বিক্রি হতো। তবে গত ১ জানুয়ারি থেকে প্যাকেটের গায়ে লেখা দামেই ওষুধ বিক্রি শুরু করে ফার্মেসি ও ডিসপেন্সারিগুলো। বর্তমান করোনা পরিস্থিতিতে এ নিয়ে ক্রেতাদের মাঝে ক্ষোভ দেখা দেয়। এরইমধ্যে জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আগের দামেই ওষুধ বিক্রির আহ্বান জানায়।
জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এ বিষয়ে একটি বিবৃতিও দেন। এ অবস্থায় গত রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, পাঠাগার সম্পাদক মো. মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারন সম্পাদক আবু কাউছার, সদস্য মাহবুবুর রহমান, আজিজুল হক, শ্যামল কর, শরীফুল হক মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আবু কাউছার জানান, সবার দাবির পরিপ্রেক্ষিতে এখন থেকে প্যাকেটে থাকা মূল্যের চেয়ে কম দামে ওষুধ বিক্রি হবে। তবে কত কমে বিক্রি করবেন, সেটা সংশ্লিষ্ট ফার্মেসির ওপর নির্ভর করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com