
মতলবে ১০ টাকায় চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ
প্রকাশ: ০৭ এপ্রিল ২০ । ১৭:২৭ | আপডেট: ০৭ এপ্রিল ২০ । ১৮:১২
মতলব ( চাঁদপুর) প্রতিনিধি

ফাইল ছবি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে ১০ টাকায় চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার এই ইউনিয়নে চাল বিক্রয়ের সময় হতদরিদ্ররা চাল না পেয়ে ফিরে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, ওই ইউনিয়নে ১০ টাকায় চাল বিক্রয়ের ডিলার শাহআলম হতদরিদ্রদের মাঝে চাল বিক্রি না করে অন্যত্র চাল বিক্রি করে দিচ্ছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, ডিলার তাদের চাল না দিয়ে পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ূন কবিরের কাছে ১৯ বস্তা চাল বিক্রি করেছেন।
চাল না পাওয়ার ক্ষোভ নিয়ে ওই ইউনিয়নের ধূলাউরা গ্রামের শাহজাহান, আ. মান্নানের স্ত্রী হাওয়া বেগম, রাহেলা বেগম, রুহুল আমিন ও সলেমান মিয়াজী অভিযোগ করেন, আমাদের কাছে চাল বিক্রি না করে ডিলার ওই মাষ্টারের কাছে ১৯ বস্তা চাল বিক্রি করেন। তিনি গাড়িতে করে প্রথমে ৭ বস্তা এবং পরে ১২ বস্তা চাল নিয়ে গেছেন। এই নিয়ে চারবার তারা চাল কিনতে পারেননি।
এদিকে ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মুন্নি আক্তার জানান, তার সামনে দিয়েই হুমায়ূন মাষ্টার ১২ বস্তা চাল নিয়ে গেছেন।
এ বিষয়ে শিক্ষক হুমায়ূন কবির বলেন, 'আমি ৭ বস্তা চাল নিয়ে কার্ডধারীদের বাড়িতে পৌঁছে দিয়েছি। এ ছাড়া কোনো চালের বস্তার কথা আমার জানা নেই।
ডিলার শাহ আলম বলেন, 'সঠিক নিয়মে চাল বিক্রি করা হচ্ছে। কার্ডের বাইরে কাউকে দেওয়া হচ্ছে না।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, 'এক ব্যক্তি একা এত বস্তা চাল কোনোভাবেই নিতে পারেন না। বিষয়টি জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com