
ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র নিহত
প্রকাশ: ০৭ এপ্রিল ২০ । ১৯:০৬
পাবনা অফিস

আব্দুর রহিম খান।
পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম খান (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিম খান ঐ গ্রামের হাটগ্রামের মো. ইউনুস আলীর ছেলে। তিনি ঢাকার একটি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত বিষয়ে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহত রহিমের পারিবারিক সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত ১৮ তারিখে ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসে সে। ছুটিতে এসে নানাভাবে তার বাবাকে বাড়িরে কাজে সাহযোগিতা করত। ঘটনার দিন বাড়িতে গৃহ নির্মাণের কাজ চলছিল। দেয়ালে পানি দেওয়ার জন্য বাড়ির পাশে পুকুরে পানির পাম্প দিয়ে পানি সেচ দেওয়ার কাজ চলছিল। মঙ্গলবার দুপুরের দিকে সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনে সমস্যা হয়। সেই লাইন মোরামত করার জন্য রহিম বিদ্যুতের তারে হাত দেওয়ার সাথে সাথে বৈদ্যুতিক শক লেগে সে তারের সাথে আটকে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত দুপুরের দিকে রহিমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে পারভাঙ্গুড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বর মো. কুদ্দুস কবিরাজ বলেন, গৃহের নির্মাণের কাজে ব্যবহৃত পানির পাম্পের বৈদ্যুতিক লাইন মোরামত করতে গিয়ে বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com