
বেগমগঞ্জে বিয়ে করতে গিয়ে গুলিতে সন্ত্রাসী নিহত
প্রকাশ: ০৭ এপ্রিল ২০ । ২২:২৬
নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ে করতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার নাম মাহফুজ (৩০)। সে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের সিরাজুল হকের ছেলে ও স্থানীয় সন্ত্রাসী সুমন বাহিনীর সক্রিয় সদস্য।
মঙ্গলবার উপজেলার কুতুবপুর গ্রামের জাহাজ কোম্পানি সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় সন্ত্রাসী সম্রাট বাহিনীর লোকজনের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাজাহান শেখ ও বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বেগমগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলায় দু'টি সন্ত্রাসী বাহিনী রয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছে সুমন বাহিনীর প্রধান সুমন ও অপর পক্ষের নেতৃত্বে রয়েছে সম্রাট বাহিনীর প্রধান সম্রাট।
বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সুমন বাহিনীর সদস্য ও শরীফ হাছান হত্যা মামলার ৩নং আসামি মাহফুজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার দিকে উপজেলার কুতুবপুরে বিয়ে করতে যায়। কুতুবপুরের জাহাজ কোম্পানি সড়কে পৌঁছার পর অতর্কিত অজ্ঞাত সন্ত্রাসীরা মাহফুজ ও তার লোকজনের ওপর গুলি চালায়। এ সময় মাহফুজের সঙ্গে থাকা লোকজন পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে মাহফুজ মাটিয়ে লুটিয়ে পড়ে। হামলাকারীরা মাহফুজকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সহযোগীরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় মাহফুজ মারা যান। এর পর তার লাশ গোপনে বাড়িতে নিয়ে আসা হয়।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ সম্রাট বাহিনীর লোকজন এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। মাহফুজের বিরুদ্ধে খুন, অস্ত্র ও বিস্ফোরকসহ ১১টি মামলা রয়েছে।
খবর পেয়ে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাজাহান শেখ পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাজাহান শেখ বলেন, নিহত যুবক সুমন বাহিনীর সদস্য এবং হামলাকারীরা সম্রাট বাহিনীর লোকজন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com