করোনার উপসর্গে মৃত্যু, দাফন করলেন ইউএনও-পুলিশ সদস্যরা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০ । ০০:৩৫

ঝিনাইদহ প্রতিনিধি

ছবি: সমকাল

করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ নিয়ে মৃত্যু। তাই লাশ সৎকারে এগিয়ে আসেনি স্বজন বা প্রতিবেশীরা। পরে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানাজা পড়িয়ে লাশ দাফনের ব্যবস্থা করেন।

ঝিনাইদহ পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের খাজুরা গ্রামের বাসিন্দা সামাদ আলী (৫০) কাশি, সর্দি-জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার তার লাশ সরকারি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পাঠানো হয়। 

করোনা আক্রান্তে মৃত্যু সন্দেহে লাশ সৎকারে এগিয়ে আসেননি স্বজন-প্রতিবেশীদের কেউ। ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম) বিষয়টি জানার পর কয়েকজন পুলিশ সদস্যকে পাঠান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার ও সদর থানার ওসি মিজানুর রহমানসহ আরও কয়েকজন পুলিশ সদস্য ধর্মীয় রীতি অনুযায়ী মৃত ব্যক্তির গোসল করান। এরপর জানাজা পড়ান ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। জানাজা শেষে তারা নিজেরাই খাটিয়া কাঁধে কবরস্থানে যান ও দাফন সম্পন্ন করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই ইউএনও এবং পুলিশ সদস্যদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com