মানুষের পাশে দাঁড়াতে গিয়ে চেয়ারম্যানের রোষানলে

প্রকাশ: ১৩ এপ্রিল ২০ । ০২:১১ | আপডেট: ১৩ এপ্রিল ২০ । ০২:২৯ | প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

মারধরের পর আটকে রাখা হয় আশেকে এলাহীকে- সমকাল

কুমিল্লার দেবিদ্বারে করোনার প্রভাবে কর্মহীন মানুষের জন্য ত্রাণের তালিকা তৈরি ও নিজ উদ্যোগে শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে স্থানীয় চেয়ারম্যানের তোপের মুখে পড়েছেন আশেকে এলাহী নামের এক যুবক। স্থানীয় ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম খানের নির্দেশে গত শনিবার দুপুরে চারজন চৌকিদার তাকে ডেকে নিয়ে মারধরসহ প্রায় চার ঘণ্টা আটকে রাখে বলে অভিযোগ করেছেন এলাহী। রাতে ফেসবুক লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দেন তিনি। তবে অভিযুক্ত চেয়ারম্যান বলেছেন, 'সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র।' ভুক্তভোগী আশেকে এলাহী উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি জানান, ব্যক্তিগতভাবে স্থানীয় ১১০ জনকে কিছু ত্রাণসামগ্রী দিয়েছেন। এর পর আরও অনেকে তার কাছে ত্রাণের জন্য এলে তাদের ত্রাণ দিতে ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম খানকে অনুরোধ জানান। কর্মহীন হয়ে পড়া ৫৯ জনের একটি তালিকা করে চেয়ারম্যানকে জানালে তিনি ক্ষিপ্ত হন। এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন এলাহী।

আবদুল হাকিম খান

এলাহী বলেন, শনিবার দুপুর ১২টার দিকে চেয়ারম্যান তার বাসায় চারজন চৌকিদার পাঠানোর পর তিনি বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। সেখানে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন চেয়ারম্যান। পরে তাকে আটকে রেখে তিন দফায় মারধর করা হয়। বাড়াবাড়ি করলে জামায়াত-শিবির আখ্যা দিয়ে মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়।

মারধর ও হুমকির বিষয় অস্বীকার করে চেয়ারম্যান আবদুল হাকিম খান বলেন, সরকারিভাবে সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব নয়। যারা ন্যায্য ও বিধি মোতাবেক প্রাপ্য তাদের দেওয়া হবে। কিন্তু এলাহী ত্রাণ নিয়ে আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোয় তাকে অফিসে ডেকে এনে বিষয়টি জানতে চাওয়া হয়। তার করা তালিকার প্রায় অর্ধেক নাম পরিষদের তালিকায়ও রয়েছে। বাকিরা বিভিন্ন ধরনের ভাতা পান বলে তাদের নাম তালিকায় রাখা হয়নি। চেয়ারম্যান আরও বলেন, এলাহী এক বাড়ি থেকে অনেক লোকের নাম দিয়েছেন। তাদের সবাইকে ত্রাণ দেওয়া কি সম্ভব?

ওই যুবককে মারধরের বিষয়ে দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়টি জেনেছি। কেউ থানায় অভিযোগ দেননি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com