
সৌদিতে জামাতে তারাবি হবে না এই রমজানে
প্রকাশ: ১৩ এপ্রিল ২০ । ১০:৪৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০ । ১২:৫৯
অনলাইন ডেস্ক

আসন্ন রমজানে সৌদি আরব তাদের সব মসজিদে তারাবি নামাজ স্থগিত করেছে। সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তাদের মুসল্লিদের মসজিদের পরিবর্তে নিজ নিজ ঘরে তারাবি নামাজ পড়ার অনুরোধ করেছে।
দেশটির ধর্মমন্ত্রী ড. আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, করোনা ঠেকাতে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় স্থগিতের চেয়েও তারাবি নামাজ স্থগিত গুরুত্বপূর্ণ। কারণ এ নামাজে মানুষ সমাগম বেশি হয়। খবর গালফ নিউজের
করোনা দুর্যোগ কাটিয়ে উঠার জন্য তিনি সকল নাগরিককে আল্লাহর কাছে প্রার্থনা করার অনুরোধও জানান।
এছাড়া করোনায় মৃতদের জানাজায় ৫-৬ জনের বেশি উপস্থিত হওয়া যাবে না বলেও নির্দেশনা জারি করেছে সৌদি ধর্ম মন্ত্রণালয়।
ধর্মমন্ত্রী বলেন, কবরস্থানে জানাজার নামাজে মৃতের আত্মীয়দের পাঁচ থেকে ছয়জনের বেশি জড়ো হওয়া ঠিক নয়। এতে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। বাড়িতে অবস্থান করে মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করা উচিত।
উল্লেখ্য, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৬২ জন। এদের মধ্যে মারা গেছেন ৫৯ জন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com