
মানুষ মানুষের জন্যে...
হুইলচেয়ার ক্রিকেটাররাও পাচ্ছেন বিসিবির অনুদান
প্রকাশ: ১৩ এপ্রিল ২০ । ১২:৩২ | আপডেট: ১৩ এপ্রিল ২০ । ১২:৩৯ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

ছবি: ফাইল
ক্রিকেটার এবং স্টাফদের আর্থিক অনুদান দেওয়ার পর খেটে খাওয়া মানুষের জন্যও কিছু করার ইচ্ছা পোষণ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেটাই এখন বাস্তবায়ন করতে চলেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ২০ হাজার প্যাকেট বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
ত্রাণ বিতরণের সিদ্ধান্ত হলেও বিতরণের দিন-তারিখ ঠিক হয়নি। এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, 'আমরা ত্রাণ দেব। নিত্যপ্রয়োজনীয় জিনিস ২০ হাজার প্যাকেট করে এক মাস ধরে বিতরণ করব। যেসব এলাকায় ত্রাণ বিতরণ কম এবং ত্রাণের খুব প্রয়োজন, সেই এলাকাগুলোতে দেওয়া হবে।'
বিসিবি প্রতিটি পদক্ষেপই ধাপে ধাপে নিচ্ছে। প্রথমে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা বোর্ডের চুক্তিহীন ৯২ ক্রিকেটারকে ৩০ হাজার টাকা করে অনুদান দেয়। ক্লাবের মাধ্যমে নির্বাচিত ক্রিকেটারদের হাতে চেক পৌঁছে গেছে। এ ছাড়া জাতীয় লিগে খেলা ও বিসিবির ক্যাম্পে থাকা নারী ক্রিকেটারদের প্রত্যেককে দেওয়া হয়েছে ২০ হাজার টাকা করে। বিসিবির নিম্ন বেতনের কর্মচারী ও গ্রাউন্ডসম্যানদের প্রত্যেককে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা।
নতুন করে সিদ্ধান্ত হয়েছে হুইলচেয়ার ক্রিকেটারদের দেওয়া হবে ১০ হাজার টাকা করে। জালাল ইউনুস বলেন, 'হুইলচেয়ার ক্রিকেটাররা আবেদন করেছিল অনুদান চেয়ে। সভাপতি নাজমুল হাসান পাপন অনুমোদন দিয়েছেন। তাদের প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com