সিলেটে চিকিৎসাধীন প্রসূতি করোনায় আক্রান্ত

প্রকাশ: ১৩ এপ্রিল ২০ । ১৩:৪৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০ । ১৪:০০

সিলেট ব্যুরো ও সুনামগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতি (২৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

রোববার হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হন চিকিৎসকরা। 

করোনা আক্রান্ত ওই নারীর বয়স ২৫। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁওয়ে। 

সোমবার সকালে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ওই নারীকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সুশান্ত মহাপাত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সমকালকে বলেন, করোনায় আক্রান্ত সন্দেহে ওই নারী হাসপাতালে আসার পর থেকেই আলাদা কেবিনে রাখা হয়েছিল। তাকে যারা চিকিৎসা দিয়েছেন তাদের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম থেকে ওই নারীকে আলাদা রাখায় হাসপাতালের অন্য প্রসূতি বা রোগীদের আক্রান্ত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ডা. হিমাংশু লাল রায়। 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের সেবা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে সিজারের মাধ্যমে জন্ম নেওয়া ওই নারীর সন্তানকেও শহীদ শামসুদ্দিন হাসপাতালে মায়ের সঙ্গে রাখা হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় পাঁচজন করোনা আক্রান্ত রোগী; যাদের দুইজন সুনামগঞ্জের বাসিন্দা। রোববার সুনামগঞ্জ জেলা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com