
গরিবের চাল মুরগির খাবারের বস্তায় ভরে বাজারে বিক্রির চেষ্টা
প্রকাশ: ১৩ এপ্রিল ২০ । ১৯:৩৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০ । ১৯:৩৬
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

চালসহ আটক ডিলার -সমকাল
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারের ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস'র) চাল কালোবাজারে বিক্রয়ের সময় ডিলার মজদার রহমানকে (৫২) আটক করেছে পুলিশ।
সোমবার সাঘাটার পদুমশহর নয়াবন্দর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৩শ’ কেজি চাল উদ্ধার করা হয়েছে। মজদার রহমান পদুমশহর ইউনিয়নের মৃত আজগর আলীর ছেলে এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।
স্থানীয়রা জানায়, উপজেলার পদুমশহর ইউনিয়নের রাকিব ট্রেডার্সের গুদাম ঘর থেকে সরকারি সিলযুক্ত বস্তা বদল করে অভিনব কায়দায় মানুষের চোখ ফাঁকি দিতে লেয়ার মুরগির খাবারের বস্তায় ভরে ১ ভ্যান চাল বোনারপাড়ার দিকে যাচ্ছিল। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে চালভর্তি ভ্যানটি আটক করে। পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবাদ দেওয়া হয়। খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর ঘটনাস্থলে চালসহ ডিলার মজদার রহমানকে আটক করেন।
নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, ডিলার মজদারের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তার ডিলারশিপ বাতিলসহ এই চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com