ইতালিতে উদযাপিত হয়নি ‘ইস্টার সানডে’, ভ্রমণকারীদের জরিমানা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০ । ২০:৫০

ইতালি প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ইতালিতে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ‘ইস্টার সানডে’ উদযাপিত হয়নি। উল্টো সরকারি নির্দেশ অমান্য করে ঘরের বেইরে বের হওয়ায় হাজার হাজার মানুষকে জরিমানা গুনতে হয়েছে। দেশব্যাপী লক ডাউনে ভ্রমণবিরোধী নির্দেশ অমান্য করায় গত ২৪ ঘন্টায় ২ লাখের বেশি গাড়ি চেক করে জরিমানা করা হয়েছে প্রায় ১৪ হাজার।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পশ্চিম লিগুরিয়া থেকে ভার্সিলিয়া পর্যন্ত সকল দ্বীপপুঞ্জ, লাছিও এবং কাম্পানিয়ার পর্যটন রিসোর্ট অঞ্চলে আইন-শৃঙ্খলা বাহিনী ভ্রমণ বিরোধী কঠোর তল্লাশি তৎপরতা চালিয়েছে। কেননা হাজার হাজার মানুষ ইস্টার সানডে উপলক্ষে এসব দ্বীপ ও পর্যটন উপকূলে ভিড় জমানোর চেষ্টা করছিলেন। এ সময় দেশটির বিভিন্ন শহরে ২ লাখ ১৩ হাজার ৫৬৫টি গাড়ি চেক করা হয়, যার মধ্যে ৬০ হাজার ৪৩৫টি কার্যক্রম নিয়ন্ত্রণে ছিল। ১৩ হাজার ৭৫৬ জন ছিল বিভিন্ন নাগরিক এবং ১২১ জন ছিল দোকানদার। এদের মধ্যে ১০০ জন মিথ্যা তথ্য দিয়েছেন বলে পুলিশের কাছে প্রতীয়মান হয়েছে এবং তাদের বিরুদ্ধে সরকারি ঘোষনা লংঘনের দায়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়াও ১৬টি স্টোর বন্ধ করে দেয়া হয়েছে এবং ৩১টি স্টোর বন্ধের অস্থায়ী স্থগিতাদেশের আদেশ দেওয়া হয়েছে।

রোমে ভ্রমণ বিরোধী চেকগুলি বুধবারও অব্যাহত রয়েছে। বিশেষ করে সমুদ্র, উদ্যান এবং ঐতিহাসিক ভিলাগুলি যা ইস্টার সোমবারে সকলের স্বাভাবিক গন্তব্য হয়ে থাকে। রোববার একদিনেই রাজধানী রোমে ৩০ হাজারের বেশি গাড়ি চেক করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে ২০০ জনকে। অসংখ্য গাড়িতে আরোহী ছিলেন যারা উপকূলে পৌছানোর চেষ্টা করছিল। অনেকে মধ্যাহ্নভোজের জন্য আত্মীয় বা বন্ধুদের সাথে যোগ দেওয়ার কোনও বৈধ সমর্থন ছাড়াই শহর ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল। আবার অনেকে সৈকতের নীচে, পিকনিক এবং পিকনিকের ঐতিহ্যবাহী অঞ্চল, সবুজ অঞ্চল, সম্ভাব্য সমাবেশের গন্তব্য হতে পারে এমন  অঞ্চলে যাচ্ছিলেন। একদিনে ফিয়ামিকিনো স্থানীয় পুলিশ নগরীর রাস্তায় ১৭০টি চেক করে জরিমানা করেছে ৬ জনকে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com