
শাহরুখ থেকে রেহাই চেয়েছিলেন গৌরি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০ । ২১:২৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০ । ২১:৩৮
বিনোদন ডেস্ক

বলিউডের সুখী দম্পতি হিসেবে শাহরুখ-গৌরির বেশ সুনাম রয়েছে। তাদের মধ্যকার ভালোবাসার কথাও কারও অজানা নয়। গৌরীকে বিয়ে করতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছি আজকের কিং খানকে। অথচ এই শাহরুখ খান থেকেই রেহাই চেয়েছিলেন গৌরি।
সম্প্রতি শাহরুখ ও গৌরি খানের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যে ভিডিওতে গৌরী খান অতীতকে স্মরণ করে বলেছেন, শাহরুখ সব সময় খুবই পজেসিভ ছিলেন। যার কারণে তার কাছ থেকে রেহাই পেতে চাইতেন তিনি।
ভিডিওতে শাহরুখ পত্নী অতীত স্মরণ করে বলেছিলেন, ‘আমি শাহরুখের হাত থেকে রেহাই পেতে চেয়েছিলাম। কারণ, ও খুবই পজেসিভ ছিল আমার ব্যাপারে। আর আমি তখন খুবই ছোট। আমাদের পরিবারও খুব রক্ষণশীল। তখন এখনকার মতো ডেটিং চালু ছিল না। আমার পরিবার শাহরুখকে মেনে নিতে কিছুটা সময় নিয়েছিল। মা মুম্বইতে এসে শাহরুখের সঙ্গে সময় কাটিয়ে আস্তে আস্তে ভালোবাসতে থাকেন ওকে। এখন তো তিনি চোখে হারান।’
ভাইরাল হওয়া ওই ভিডিওতে অনেকেই মন্তব্য করছেন। নানা ধরণের মন্ত্যব্য। যদিও ভিডিওটি অনেক পুরোনো । তবুও প্রিয় তারকা দম্পতির অতীত বিষয়ে জানতে পেরে সবাই খুশি মনেই কমেন্ট করছেন।
শাহরুখ-গৌরির বিয়ে হয় ১৯৯১ সালে। তাদের তিন সন্তান, আরিয়ান, সুহানা ও আব্রাম খান।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com