ঘটনাটি শুধু অমানবিকই নয়…

প্রকাশ: ১৩ এপ্রিল ২০ । ২২:০৭

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে পূর্বশত্রুতার জেরে এক কলেজছাত্রী, তার বাবা ও দাদিকে মানুষের মল খাইয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার জাজিরা উপজেলার এ ঘটনায় রোববার রাতে ওই ছাত্রীর বাবা চার ব্যক্তিকে আসামি করে একটি মামালা করেছেন।পুলিশ অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে স্থানীয় জলিল সিকদার ও আয়নাল হকের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। ওই তিনজন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান সোমবার বলেন, আমার চিকিৎসকজীবনে এমন অমানবিক আচরণ কোনো মানুষ অন্য মানুষের সঙ্গে করতে পারে দেখিনি। স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন চিকিৎসক জরুরি বিভাগে এই তিনজনকে চিকিৎসা দিয়েছেন। তারা কিছুটা সুস্থ বোধ করায় সন্ধ্যায় স্বজনরা তাদের বাড়ি নিয়ে যান। তবে মানসিকভাবে অসুস্থতার মধ্যে আছেন তারা।

জাজিরা থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাজিরার ভুক্তভোগী ব্যক্তি পেশায় ভ্যানচালক। তার সঙ্গে জমিজমা নিয়ে স্থানীয় জলিল সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জলিল হঠাৎ গ্রামে প্রচার করতে থাকেন যে, ওই ভ্যানচালক কালা জাদু করে মানুষের ক্ষতি করছেন। তাকে ঠিক করতে মল খাওয়াতে হবে।

এরই এক পর্যায়ে শনিবার সকাল ৬টার দিকে জলিল সিকদার ও আয়নাল হকের নেতৃত্বে আট থেকে ১০ জন ওই ভ্যানচালকের বাড়িতে যান। ঘর  থেকে টেনে-হিঁচড়ে বের করে এনে মল খাইয়ে দেন তাকে। এরপর স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়ুয়া মেয়ে বাবাকে রক্ষার জন্য এগিয়ে এলে মল খাইয়ে দেওয়া হয় তাকেও। বাধা দিতে এলে ওই ব্যক্তির মায়ের সঙ্গেও একই কাজ করা হয়। এ সময় মারধরও করা হয় তাদের।

পরে পরিবারের অন্য সদস্যরা ওই তিনজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার ওই কলেজছাত্রী বলেন, ‘এমন অমানবিক আচরণ কোনো মানুষ কীভাবে করতে পারে! জলিল ও আয়নাল আমার বাবাকে হাত-পা ধরে রেখে মল খাইয়ে দেন। আমি এগিয়ে গেলে আমার সঙ্গেও একই আচরণ করেন। আমি বাঁচার জন্য তাদের পা ধরেছি। কোনো লাভ হয়নি। ওরা আমাদের অনেক মারধর করেন। এরপর আমি অচেতন হয়ে পড়ি।’

ওই ভ্যানচালক বলেন, ‘এমন শত্রুতা মানুষ মানুষের সঙ্গে করে? আমার সঙ্গে বিরোধ ছিল, আমার সঙ্গে অন্যভাবে ঝগড়া করতে পারত। জলিল, আয়নালসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

অভিযুক্ত জলিল সিকদার বলেন, ‘এলাকার একজন লোককে ওই ভ্যানচালক কালা জাদু করে মেরে ফেলেছেন। তারাই আমাকে মল খাওয়াতে বলেছেন।’

আয়নাল হক বলেন, ‘ওই ভ্যানচালকের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাদের মল খাওয়ানো এলাকার লোকজনের সিদ্ধান্ত।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় চারজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনা শোনার পর পরই পুলিশ তৎপর হয়। তাৎক্ষণিকভাবে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত হাফিজ সিকদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘তদন্তের স্বার্থে আমি এ ব্যাপারে আপডেট কোনো তথ্য দিতে পারছি না। তবে নিশ্চিত থাকেন, এ ঘটনার বিচার হবে।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com