
ফোনকল পেয়ে প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিল পতেঙ্গা থানা পুলিশ
প্রকাশ: ১৩ এপ্রিল ২০ । ২৩:১০
চট্টগ্রাম ব্যুরো

প্রতীকী ছবি
চট্টগ্রামের পতেঙ্গায় আফরোজা বেগম নামে এক প্রসূতির সেবায় এগিয়ে এসেছে পুলিশ। পতেঙ্গা থানাধীন মকবুল হাউজিং সোসাইটি থেকে সোমবার দুপুরে ওই প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয় পুলিশের গাড়িতে। রাস্তায় কোন গাড়ি না পেয়ে পুলিশকে ফোন করলে ওই প্রসূতির ১০ মিনিটের মধ্যে গাড়ি নিয়ে হাজির হয় পুলিশ। পরে তাকে বন্দরটিলা মমতা ক্লিনিকে পৌঁছে দেয় পুলিশ।
ওই প্রসূতির বাবা টিএসপির সাবেক কর্মচারী আবদুর রউফ ভুঁইয়া বলেন, দুপুর আড়াইটার দিকে প্রসূতি মেয়ের যন্ত্রণা ওঠে। এ সময় তাকে বাসা থেকে হাসপাতালে নেওয়া জরুরি হয়ে পড়ে। কিন্তু আমি কোনো সিএনজি অটোরিকশা বা অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না। পতেঙ্গা থানার ওসি সাহেবকে ফোন করে বিষয়টি বলার ১০ মিনিটের মধ্যে পুলিশ গাড়ি নিয়ে আমার বাসার সামনে হাজির হয়। পরে তারা আমাদেরকে গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দিয়েছে। আমার মেয়ে এখন মমতা ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। বিপদে সহায়তা করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাই।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, দুপুরে ফোন করে মেয়েকে হাসপাতালে নিতে পুলিশের সহায়তা চেয়েছিলেন আবদুর রউফ নামে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি পাঠিয়েছি। পুলিশ তাদের হাসপাতালে পৌঁছে দিয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় সিএমপি কমিশনার স্যারের নির্দেশে আমরা অসুস্থ রোগী, ডাক্তার, নার্সদের হাসপাতালে ডিউটিতে যেতে পরিবহন সুবিধা দিচ্ছি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com