
তাহসান গাইছেন ইংরেজি গান, বাজাচ্ছেন পিয়ানো
প্রকাশ: ২০ এপ্রিল ২০ । ১৩:২৭ | আপডেট: ২০ এপ্রিল ২০ । ১৩:২৭
বিনোদন প্রতিবেদক

তাহসান খান
দেশে করোনা পরিস্থিতি আসার শুরুতে জাপান থেকে ফিরেই নিজ বাসায় কোয়ারেন্টাইনে যান কণ্ঠশিল্পী তাহসান খান। সেই যে হোম কোয়ারেন্টাইন আর বের হতে পারেননি তিনি। ধীরে ধীরে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়া পুরো দেশের মানুষই এখন গৃহবন্দি।
এই পরিস্থিতিতে নিয়মিত গানের চর্চা করেই দিন কাটাচ্ছেন তাহসান। নিজেই গান লিখছেন, নতুন গানে সুর তুলছেন, নিজের পুরোনো গানও গাইছেন মাঝে মাঝে। এর পাশাপাশি আরও একটি কাজ করছেন তিনি। নিয়মিত গাইছেন ইংরেজি গান। যা তাহসানের ইনস্টাগ্রামে চোখ বুলালে বুঝতে পারবেন।
ইতোমধ্যে ছয়টি ইংরেজি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সোস্যাল মাধ্যমে তা প্রকাশও করেছেন। শুধু কণ্ঠই দেননি পিয়ানোতে গানগুলোর সুর তুলেছেন তিনি নিজেই।
তাহসান বলেন, একমাস ধরে বাসায় বসে আছে। এই পরিস্থিতে দেশের অধিকাংশ মানুষই বাসায় বন্দি। এই পরিস্থিতিতে গানের প্রতি মানুষের মনোযোগ কম। তাও নিজের পছন্দের কিছু ইংরেজি গান পিয়ানো বাজিয়ে কভার করে প্রকাশ করেছি। অনেকেই দেখি সেগুলো শুনছেন। প্রশংসাও করেছেন। এসব নিয়েই বাসায়া দিন কাটাচ্ছি এখন।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com