
মিটফোর্ডে চিকিৎসক-নার্সসহ করোনায় আক্রান্ত ৪৪
প্রকাশ: ২০ এপ্রিল ২০ । ২০:৪৭ | আপডেট: ২০ এপ্রিল ২০ । ২১:০৯
সমকাল প্রতিবেদক

ফাইল ছবি
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ৪৪ জন করোনাভসইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রাশেদুন্নবী এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, সোমবার পর্যন্ত ১১ করোনা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে ২৪ চিকিৎসক, ১০ নার্স ও ১০ স্টাফ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
গত সপ্তাহে মিটফোর্ডে আক্রান্তের সংখ্যা ছিল ২১। তাদের মধ্যে ১৪ চিকিৎসক, ২ নার্স ও ৫ স্টাফ ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com