
করোনা মোকাবিলায় জরুরি বৈঠকে বসছে ওআইসি দেশগুলো
প্রকাশ: ২১ এপ্রিল ২০ । ১৬:২২
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
করোনাভাইরাস মোকাবিলায় জরুরি বৈঠকে বসছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। বুধবার সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেবেন।
ওআইসির এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। ১৪তম ইসলামিক সামিট কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com