
করোনা মোকাবিলায় ফেঞ্চুগঞ্জে পিপিই-মাস্ক-চশমা বিতরণ
প্রকাশ: ২২ এপ্রিল ২০ । ০১:১৪ | আপডেট: ২২ এপ্রিল ২০ । ০১:১৫
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

পিপিই, মাস্ক ও চশমা বিতরণ- সমকাল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদুর রহমানের উদ্যোগে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশ সদস্যদের পিপিই, এন-৯৫ মাস্ক ও চশমা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান ও ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামানের কাছে এসব সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সহ-সভাপতি মেহরাব হোসেন জুনেল, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আব্দুর রহমান লিমন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা জাকের রহমান, মিজানুর রহমান ও সরণ আহমদ প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com