
গোপালগঞ্জে করোনা রোগী বেড়ে ৩২
প্রকাশ: ২২ এপ্রিল ২০ । ১৩:০৯
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নতুন করে ১ পুলিশ সদস্যসহ ২ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে সদর উপজেলায় শুকতাইল গ্রামের বাড়িতে আসেন। এছাড়া মুকসুদপুর থানার আরও এক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন বলেন, পুলিশ সদস্যরা ছাড়া আক্রান্ত ১৪ জন ঢাকা ও নারায়নগঞ্জ থেকে গোপালগঞ্জ এসেছেন ।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ পর্যন্ত মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্য, গোপালগঞ্জ সদর উপজেলায় ৫ জন, টুঙ্গিপাড়ায় ৫ জন, কাশিয়ানীতে ৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংশ্লিষ্ট উপজেলায় আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা নতুন এক ১ পুলিশ সদস্যসহ মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে । তাদের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে । উল্লেখ্য, গত ১১ এপ্রিল মুকসুদপুর থানার এক কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওই থানার সব পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে নেয়া হয় ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com