জয়পুরহাটে আরও ১ জনের শরীরে করোনা শনাক্ত

প্রকাশ: ২২ এপ্রিল ২০ । ১৩:৪৬

জয়পুরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে পাঁচবিবি উপজেলার পূর্বকড়িয়া এলাকার ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়। পরে তাকে আক্কেলপুর হেলথ টেকনিক্যাল ইন্সটিটিউটে আইসোলেশনে রাখা হয়েছে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ সব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, রাজশাহী থেকে মঙ্গলবার রাতে ৩৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৩৫ জনের নেগেটিভ এবং একজনের শরীরে করোনা পজিটিভি এসেছে। আক্রান্ত ব্যক্তি দু'দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টিনে ছিলেন। রিপোর্টের পর তাকে জেলার আক্কেলপুর হেলথ টেকনিক্যাল ইন্সটিটিউটে আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। আগের আক্রান্ত তিন জনকেও আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, করোনা টেষ্টের জন্য গত কয়েকদিনে জেলা থেকে ২৮৫ জনের নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছিল। যাদের মধ্যে ১৪০জনের রিপোর্ট পাওয়া গেছে। চারজনের রিপোর্ট পজিটিভ এবং ১৩৬ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে জেলা প্রশাসক জাকির হোসেন জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষণা করেন। বর্তমানে তা পুরো জেলায় অব্যাহত আছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com