ইতালিতে বাঙালি বাবার হাতে সন্তান খুন

প্রকাশ: ২২ এপ্রিল ২০ । ১৩:৪৮

ইতালি প্রতিনিধি

ইতালিতে প্রবাসী বাংলাদেশি পরিবারে বাবার হাতে চার বছর বয়সী কন্যা সন্তান খুন হয়েছে। ১২ বছর বয়সী পুত্র সন্তানকে হত্যার উদ্দেশ্যে রড দিয়েও আঘাত করেছিলেন ওই বাবা। তবে ছেলে দৌড়ে পালিয়ে যায়। পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেন বাবা। 

অভিযুক্ত বাবা বিল্লাল হোসেনকে (৩৯) আটক করে পুলিশি হেফাজতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

মঙ্গলবার সকালে দেশটির তোসকানা অঞ্চলের আরেজ্জো প্রভিন্সের বুচিন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে খুনের রহস্য উদঘাটনের জন্য তদন্ত করছে পুলিশ।

সেখানকার বাংলাদেশিরা জানান, বিল্লালের স্ত্রী সকালে জরুরি প্রয়োজনে বাজার করতে গেলে বিল্লাল হঠাৎ করে ছুরি দিয়ে প্রথমে তার ছোট মেয়েকে গলা কেটে হত্যা করে। পরে ছেলেকে হত্যাচেষ্টা চালালে দৌড়ে পালিয়ে যায় ছেলে। পরে নিজে আত্মহত্যার চেষ্টা করে।

বিল্লালের স্ত্রী জানান, লকডাউনের জন্য কাজ না থাকায় দীর্ঘদিন যাবত বাসায় ছিল বিল্লাল। কিন্তু কয়েকদিন যাবত বিল্লাল অনিদ্রায় ভুগছিলেন। মাঝেমাঝে ডাক্তার ডেকে ঘুমের জন্য চিকিৎসা নিত বিল্লাল।  

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমরা দূতাবাস থেকে পরিবারটির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।

বিল্লাল দীর্ঘ দিন যাবত ইতালির পালেরমো শহরে পরিবার নিয়ে বসবাস করেছেন। এক বছর আগে তিনি পরিবার নিয়ে আরেজ্জো চলে যান। তার দেশের বাড়ি কুমিল্লা জেলার হোমনার বিষ্ণুপুরে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com